আমাদের গল্প
বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতিতে অবদান রাখার স্বপ্ন নিয়ে ২০১৭ সালে সারজিনা মওদুদ লন্ডন থেকে নিজের শহর ঢাকায় ফিরেন । ঢাকায় নিজের নতুন বাসার ইন্টেরিয়র ডিজাইন করাতে গিয়ে চরম অব্যবস্থাপনার দেখতে পান সারজিনা । এই সময়য়ে তিনি বাংলাদেশের বিভিন্ন ব্যাবসার খাত গবেষণা করছিলেন কিছু শুরু করার লক্ষ্যে। কাক্তালিয়ভাবে ইন্টেরিয়র ডিজাইনের এই অভিজ্ঞতাটি তাকে এই খাতে নতুন কিছু শুরু করার অনুপ্রেরণা দেয়।
সারজিনা উপলব্ধি করেন যে একজন সাধারণ মানুষ তার বাসার ইন্টেরিয়র করাতে গিয়ে যে পরিমাণ সমস্যার সম্মুখীন হন - তথা সময়, বাজেট ও শ্রম দিয়েও তিনি তার বাড়ির ডিজাইনের কাঙ্ক্ষিত রূপটি দেখতে পাবেন কি না তা নিয়ে অনিশ্চয়তায় থাকেন । এই সমস্যার সমাধান কল্পে সারজিনা তার সহকর্মী নিজাম ফরিদ আহমেদের সঙ্গে ২০১৯ সালে একটি Tech-first home improvement platform - Sheraspace গঠন করেন ।
কোম্পানি শুরু করার এক বছর হতেই সারা বিশ্বব্যাপী প্যানডেমিকের ধাক্কা লাগে। এর প্রভাব Sheraspace এর কাজের গতিতেও আঘাত করে । তবে Sheraspace এর প্রতিষ্ঠাতাগণ এই অবস্থাকে সফলভাবে মোকাবেলা করেন একটি নতুন সেবা - অনলাইন ইন্টেরিয়র ডিজাইন কনসাল্টেশন - উদ্ভাবনার মাধ্যমে ।
তাই বাংলাদেশে প্রথম বারের মত, এখন বাড়িতে বসেই স্বল্প খরচ, সময় ও ঝামেলা-মুক্ত উপায়ে আপনি পেতে পারেন একজন প্রফেসোনাল ইন্টেরিয়র ডিজাইনারের পরামর্শ । আপনি বাংলাদেশের যে কোন প্রান্ত থেকে এই অনলাইন ইন্টেরিয়র ডিজাইন কনসাল্টেশন সেবাটি উপভোগ করতে পারেন ।
প্রতিষ্ঠাতাগণ

সারজিনা মওদুদ (সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও)
সারজিনা একজন গ্লোবাল সিটিজেন যার জন্ম রাশিয়ায়, বেড়ে উঠা বাংলাদেশে এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার্জন যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি কলেজ লন্ডনে। মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং বাংলাদেশে বহুজাতিক টিমের সাথে কাজ করার অভিজ্ঞতা রাখেন তিনি । এই আন্তর্জাতিক অভিজ্ঞতা তাকে Sheraspace এর ভিশন তৈরি করতে গুরুত্বপূর্ণভাবে সহযোগিতা করে।
উদ্ভাবনের পাশাপাশি সারজিনা growth, marketing, creative এবং service development কৌশলগুলো গঠনে প্রধান ভূমিকা পালন করেন।

নিজাম ফরিদ আহমেদ (সহ-প্রতিষ্ঠাতা এবং সিওও)
ফরিদ প্রযুক্তি শিল্পের একজন অভিজ্ঞ ব্যক্তি এবং IT শিল্পে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক Software Development project এ নেতৃত্ব দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা রাখেন তিনি ।
ফরিদ তার এই অভিজ্ঞতাদ্বারাই Sheraspace এর IT Department এ নেতৃত্ব দিছেন । ফরিদ কোম্পানির Sales ও Operations এও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন
Sheraspace Team
দেশব্যাপী Sheraspace এর সেবা পৌঁছে দেয়ার জন্য একটি তারুণ্যেভরা দল ঐক্যবদ্ধভাবে কাজ করে চলছেন ।
আপনি কি Sheraspace এর সাথে Career গঠন করতে চান? বিস্তারিত জানতে আমাদের Careers পেইজ টি ভিজিট করুন।