Design Home Interior Interior Design Maintenance Style Tips

বাংলাদেশের আর্দ্র আবহাওয়ার জন্য সেরা ইন্টেরিয়র ম্যাটেরিয়ালস

July 22, 2025 | By

বাংলাদেশ একটি ট্রপিক্যাল ক্লাইমেটের দেশ যেখানে একটা লম্বা সময় গ্রীষ্মকাল আর উচ্চ আর্দ্র আবহাওয়া থাকে। এটি শুধু একটি মৌসুমি অসুবিধা না, এটি ইন্টেরিয়র ডিজাইনের জন্য একটা বড় কনসিডারেশন বটে। বাতাস সবসময় আর্দ্র থাকায় এবং গরমের তীব্রতার কারণে আমাদের ঘরের পরিবেশ, কার্যকারিতা এবং স্থায়িত্ব, সব কিছুতেই প্রভাব পড়ে। দরজা ফেঁপে যাওয়া, রঙ উঠা, সোফা বা চেয়ার স্যাঁতস্যাঁতে হয়ে যাওয়া, এসব সমস্যা আমাদের ঘরের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে।

তবে ভাল খবর হচ্ছে, একটু চিন্তাভাবনা করে ইন্টেরিয়র ডিজাইনের জন্য সঠিক ম্যাটেরিয়াল বেছে নিলেই পার্থক্য তৈরি করা সম্ভব।

গরম আর আর্দ্র আবহাওয়ায় টিকে থাকতে পারে, এমন ওয়েদার-স্মার্ট ইন্টেরিয়র ফিনিশিং আর ফার্নিশিং ঘরকে শুধু আরামদায়কই না, বরং সেটা স্টাইলিশও করে।

ওয়েদার-স্মার্ট ইন্টেরিয়র: কোন জিনিসগুলো দেখা উচিত?

আর্দ্র আবহাওয়ায় ব্যবহারের উপযুক্ত ম্যাটেরিয়াল বাছাই করার সময় নিচের চারটি গুণ বিবেচনা করতে হবে: 

  • আর্দ্রতা প্রতিরোধ ক্ষমতা: ছত্রাক, ফাঙ্গাস আর ওয়াটার ড্যামেজ প্রতিরোধে সহায়ক।
  • তাপ সহনশীলতা: অতিরিক্ত গরমে যাতে ফেটে না যায়, রঙ না ফেইড করে বা আকার পরিবর্তন না হয়।
  • লো মেইনটেন্যান্স: ঘনঘন পরিষ্কার না করেও ঠিকঠাক রাখা যায় এমন ম্যাটেরিয়াল।
  • বায়ু চলাচলযোগ্যতা: যেন যথাযথ এয়ারফ্লো হয় ও হিউমিডিটি আটকে না থাকে।

চলুন, ঘরের বিভিন্ন অংশ অনুযায়ী সবচেয়ে উপযুক্ত ম্যাটেরিয়াল গুলো দেখে নেওয়া যাক।

ক্যাটাগরি অনুযায়ী বেস্ট ম্যাটেরিয়াল চয়েস

ফ্লোরিং

আর্দ্রতা এমন একটা সমস্যা যা ফ্লোরিংকেও প্রভাবিত করে। সঠিক ম্যাটেরিয়াল ব্যবহার না করলে ফ্লোর ফুলে ওঠতে পারে কিংবা ড্যামেজ হয়ে যেতে পারে।

  • ভিট্রিফায়েড টাইলস: ঘন এবং কম ছিদ্র যুক্ত হওয়ায় এধরনের টাইলসগুলো আর্দ্র আবহাওয়ার জন্য পারফেক্ট। এগুলো ওয়াটার রেজিস্ট্যান্ট এবং টেকসই হুয় এবং বিভিন্ন ডিজাইনের পাওয়া যায়। ভিট্রিফায়েড টাইলস বিভিন্ন লোকাল মার্কেট যেমন ঢাকার হাটিরপুল, মিরপুর সিরামিক বা এলিফ্যান্ট রোডের মার্কেটে সহজেই পাওয়া যায়।
  • কনক্রিট ফিনিশ: পলিশড বা এক্সপোজড কনক্রিট ফ্লোর শুধু সৌন্দর্যের জন্যই নয়, বরং এটি ফ্লোরকে ঠান্ডা থাকে এবং ন্যাচারালি আর্দ্রতা প্রতিরোধে সহায়তা করে।

দেয়াল

রোদের তাপ কিংবা বৃষ্টি, বিল্ডিং এর দেয়াল সবটা সহ্য করে থাকে। আর এজন্য পুরনো বিল্ডিং বা নিচের তলার ফ্ল্যাটে দেয়াল ভিজে যাওয়া ও রং উঠে যাওয়া খুব কমন সমস্যা।

  • ময়েশ্চার-রেজিস্ট্যান্ট পেইন্ট: ম্যাট পেইন্টের চেয়ে স্যাটিন বা সেমি-গ্লস ফিনিশ অনেক বেশি টেকসই হয়ে থাকে এবং পরিষ্কার করাও সহজ।
  • মাইক্রোসিমেন্ট বা সিমেন্ট-বেইজড ফিনিশ: একদম সিমলেস আর ব্রিদেবল, যা একদিকে যেমন মর্ডান লুক দেয়, তেমনি অন্যদিকে দারুণ প্রতিরোধ তৈরি করে আর্দ্রতার বিরুদ্ধে।
  • লাইম প্লাস্টার: এটি এক ধরণের প্রাচীন প্রাকৃতিক আর্দ্রতা নিয়ন্ত্রক যা ছত্রাকের বৃদ্ধি প্রতিরোধে সাহায্য করে থাকে। পুরান ঢাকার মতো জায়গায় অথবা ঐতিহ্যবাহী শহরতলির বাড়িগুলোর পুরাতন বা রাসটিক ধরনের ইন্টেরিয়রে বাবহারের জন্য উপযুক্ত।
Source: Berger Paints

ফার্নিচার

ফ্যামিলি স্টাইল লিভিং-এ ফার্নিচারের উপর বেশি চাপ পড়ে, আর তাই সেটা টেকসই আর ব্রিদেবল হওয়াটা জরুরি।

  • বাঁশ এবং বেত: দেশীয় এবং টেকসই এই উপকরণগুলি তাপ ধরে রাখে না এবং ঘরের সৌন্দর্যে একটি মনোরম নান্দনিকতা প্রদান করে। এগুলো রক্ষণাবেক্ষণ করাও সহজ এবং আধুনিক ট্রপিকাল বাড়ির জন্য পারফেক্ট। ঢাকার নিউ মার্কেট, ধানমন্ডি, বসুন্ধরার লাইফস্টাইল স্টোর গুলোতে এই ধরণের ফার্নিচারের সুন্দর কালেকশন পাওয়া যায়।

ফ্যাব্রিকস এবং গৃহসজ্জার সামগ্রী

আর্দ্র আবহাওয়ায় ফ্যাব্রিকের পৃষ্ঠগুলি প্রায়শই আঠালো এবং অস্বস্তিকর হয়ে ওঠে।

  • কটন ও লিনেন: এই ন্যাচারাল ফ্যাব্রিকগুলি স্কিন-ফ্রেন্ডলি, ভালো এয়ার সার্কুলেশন করে এবং দ্রুত শুকিয়ে যায়। ইসলামপুর, নিউ মার্কেট অথবা যেকোনো লোকাল ফেব্রিক মার্কেটে সাশ্রয়ী মূল্যে সহজেই এই অপশনগুলি পেতে পারেন।
  • এড়িয়ে চলুন: ভেলভেট বা লেদারেটের মতো হেভি, নন-ব্রিদেবল ফ্যাব্রিকস গরমে আরও অস্বস্তিকর হয়ে ওঠে। এরা তাপ আটকে রাখে এবং আঠালো বা মলিন হয়ে যেতে পারে।

সিলিং এবং ছাদ

গরম বাতাস উপরে ওঠে, তাই সিলিংয়ের ম্যাটেরিয়ালও হওয়া উচিত আর্দ্রতা প্রতিরোধক।

  • আর্দ্রতা প্রতিরোধক জিপসাম বোর্ড: ফলস সিলিংয়ের জন্য আদর্শ এই বোর্ডগুলি কনডেনসেশন রোধ করে এবং ছত্রাক বৃদ্ধির ঝুঁকি কমায়। ফলস সিলিং-এর জন্য আদর্শ। 
  • ইনসুলেটেড প্যানেলস: ছাদের ঘর বা টিনের ছাদের ঘরের জন্য। এটি তাপ এবং আর্দ্রতা প্রতিরোধের সাথে সাথে ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, বিশেষ করে বৈশাখের প্রচণ্ড গরমে কিংবা লোডশেডিংয়ের সময়।
Source: Livspace

ডিজাইনার প্রো টিপস 

  • হালকা কালার প্যালেট বেছে নিন: হিট রিফ্লেক্ট করে এবং ঘরকে ঠান্ডা রাখে এমন হালকা রঙের প্যালেট ব্যবহার করুন।
  • বায়ুচলাচলকে অগ্রাধিকার দিন: জানালা-দরজা এমনভাবে প্লেস করুন যেন ক্রস ভেন্টিলেশন হয়। লুভর ভেন্ট বা খোলা তাকগুলির মতো সাধারণ সংযোজনগুলিও বায়ুপ্রবাহে সহায়তা করে থাকে।
  • ইনডোর প্ল্যান্টস: স্পাইডার প্ল্যান্ট, ফার্ন, পিস লিলি এই গাছগুলো আর্দ্রতা শোষণ করে এবং ঘরকে ফ্রেশ রাখে। এছাড়াও এই ধরণের গাছগুলো ঘরের ভিতরে প্রকৃতির ছোঁয়া আনে, যা ছোট ফ্ল্যাট বা বারান্দার জন্য একদম পারফেক্ট। 

যা এড়িয়ে চলা উচিত

কখনও কখনও ভুল উপকরণ এড়ানো সঠিক উপকরণ নির্বাচন করার মতোই গুরুত্বপূর্ণ।

  • ওয়াটারপ্রুফ কোটিং ছাড়া এমডিএফ (MDF): সস্তা হলেও সাধারন এমডিএফ আর্দ্র বাতাসে খুব সহজেই ফেঁপে যায় যা খুবই সাধারন একটি সমস্যা। তাই ক্যাবিনেটের জন্য মেরিন প্লাইউড বা ওয়াটারপ্রুফ কোটিংযুক্ত এমডিএফ ব্যবহার করুন, অথবা রান্নাঘর এবং বাথরুমের দীর্ঘস্থায়িত্বের জন্য সঠিক সিলিং সহ শক্ত কাঠের কথা বিবেচনা করুন।
  • ভারী কার্পেট এবং রাগস: এগুলো আর্দ্রতা ধরে রাখে এবং ব্যাকটেরিয়া এবং ছত্রাকের প্রজনন ক্ষেত্র হয়ে ওঠে, বিশেষ করে যেসব বাড়িতে সারাদিন এসি চালু থাকে না। এর পরিবর্তে হালকা ওজনের কটন বা পাটের কার্পেট বেছে নিন যা আবহাওয়ার উপযুক্ত এবং দ্রুত শুকায়।
  • বাতাস চলাচলের অযোগ্য গৃহসজ্জার সামগ্রী: চামড়াজাত বা প্লাস্টিকের আবরণযুক্ত কাপড় গরমে আঠালো, দুর্গন্ধযুক্ত এবং অস্বস্তিকর হয়ে ওঠে। এজন্য কটন, লিনেন বা খাদির মতো ন্যাচারাল ফাব্রিক বেছে নিন। আর্দ্রতা বেশি থাকলেও এগুলো বাতাস চলাচলে সাহায্য করে এবং আরামদায়ক অনুভুতি প্রদান করে।
Source: Artilux

স্মার্ট ম্যাটেরিয়াল = স্মার্ট লিভিং

গরম আবহাওয়াকে জয়ের জন্য দরকার বুদ্ধিমত্তার সাথে ম্যাটেরিয়াল বেছে নেওয়া। এর জন্য বাড়তি খরচ করতে হয় না, বরং ফিউচার-প্রুফ ইনভেস্টমেন্ট বলা যায়।

আপনি ধানমন্ডিতে পারিবারিক ফ্ল্যাট, বসুন্ধরার ব্যাচেলর স্টুডিও, অথবা চট্টগ্রামের শহরতলির বাড়ি যেখানেই বাস করুন না কেন, সঠিক ম্যাটেরিয়াল চয়েস আপনার ঘরকে পরিণত করতে পারে একদম অল-সিজন কমফোর্ট জোনে।

বাতাস চলাচলের উপযুক্ত ফ্যাব্রিক, ওয়াটার-রেজিস্ট্যান্ট সারফেস আর ন্যাচারাল এলিমেন্টের ব্যবহার শুধু আপনার ঘরের ইন্টেরিয়রই তৈরি করেনা বরং একটি দীর্ঘস্থায়ী কমফোরট জোনেও পরিনত করে।

তাই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে, স্টাইল আর স্ট্রাটেজি উভয় ক্ষেত্রেই ঠান্ডা থাকুন।

ঘরের জন্য পারফেক্ট ম্যাটেরিয়াল নির্বাচন করতে সাহায্যের প্রয়োজন?

আপনার ঘরের ডিজাইন থেকে শুরু করে এক্সিকিউশন, সম্পূর্ণ এন্ড-টু-এন্ড ইন্টেরিয়র ডিজাইন সলিউশনের জন্য সেরাস্পেস আছে আপনার পাশে। আমাদের সাথে যোগাযোগ করতে ভিজিট করুন sheraspace.com অথবা কল করুন +8801738174440 এই নম্বরে।

এই ব্লগটি ইংরেজিতে পড়ুন।

You Might Also Like

No Comments

Leave a Reply